তেনালি রামা এবং অপয়া রাময়া

তেনালি রামা এবং অপয়া রাময়া

 


পরের দিন সকালে ঘুম থেকে উঠে রাজামশাই কারও মুখ না দেখে সরাসরি রাময়ার ঘরে ঢুকলেন এবং তার মুখ দেখলেন।

বিজয়নগর রাজ্যে এক লোক বাস করতেন, যার নাম ছিল রাময়া।

তাকে সবাই অশুভ বা অপয়া মনে করত। তারা মনে করত, সকালে উঠে প্রথমেই রাময়ার মুখ দেখলে সারাটা দিন অশুভ যাবে।

কথাটি রাজামশাইয়ের কানেও পৌঁছেছিল। ঘটনার সত্যতা জানার জন্য রাজামশাই রাময়াকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেন। তিনি পরিচারকদের বলে দিলেন, রাময়ার জন্য থাকার ব্যবস্থা যেন মহারাজের ঘরের ঠিক পাশেই হয়।

পরের দিন সকালে ঘুম থেকে উঠে রাজামশাই কারও মুখ না দেখে সরাসরি রাময়ার ঘরে ঢুকলেন এবং তার মুখ দেখলেন।

সেদিন দুপুরে রাজামশাই খেতে বসলেন। হঠাৎ তার থালায় একটি মাছি বসল। মাছি বসায় রাজামশাই কিছুই খেতে পারলেন না।

রাঁধুনিকে ডেকে আবার তার জন্য মধ্যাহ্নভোজ প্রস্তুত করার আদেশ দিলেন। রান্না হলো কিন্তু মহারাজ কৃষ্ণদেব রায়ের কোনো কিছুই খেতে ইচ্ছা করল না।

তখনই তার মনে পড়ল, সবাই রাময়া সম্পর্কে যা বলে সেটি সঠিক। সকালে ওর মুখ দেখার কারণেই তার রুচি নষ্ট হয়ে গেছে।

রাজামশাই ঠিক করলেন, ওর মতো একজন অশুভ এবং অপদার্থ লোক তার রাজ্যে থাকতে পারবে না। তিনি সৈন্যদের আদেশ দিলেন রাময়াকে ফাঁসিতে ঝোলাতে।

স্বামীর শাস্তির কথা শুনে রাময়ার স্ত্রী তেনালির রামার কাছে সাহায্যের জন্য ছুটে গেলেন। কেঁদে কেঁদে সব কথা খুলে বললেন।

তেনালি বললেন, দেখি কী করা যায়।

পরের দিন সকালে সৈন্যরা রাময়াকে ফাঁসিতে ঝোলাতে নিয়ে যাচ্ছিল। পথে তেনালির সঙ্গে দেখা। তেনালি রাময়ার কানে ফিসফিস করে কিছু কথা বলে চলে গেলেন।

ফাঁসিতে ঝোলানোর আগে সৈন্যরা তার শেষ ইচ্ছার কথা জানতে চাইল। রাময়া বললেন, তিনি রাজার কাছে একটি চিঠি পাঠাতে চান।

একজন প্রহরী এসে রাজামশাইকে একটা চিঠি হস্তান্তর করলেন। তাতে লেখা ছিল, যদি আমার মুখ দেখে কারও রুচি চলে যায় আর রাজামশাইয়ের মুখ দেখে কাউকে ফাঁসিতে ঝুলতে হয় তাহলে কে বেশি অশুভ? সে নাকি রাজামশাই?

রাজামশাই বুঝতে পারলেন যে রাময়া কী বলতে চাইছে। তিনি তখনই রাময়াকে মুক্তি দিলেন।

 

ট্যাগঃ  বাংলা গল্পজ, তেনালি রামা এবং অপয়া রাময়া, রূপকথার গল্প

Download Wallpaper

Comments/মন্তব্য (1)

  1. তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া, তেনালি রামা এবং অপয়া রাময়া,

    ReplyDelete