Subho Noboborsho Wishes in Bengali Font 2024 | শুভ নববর্ষ ছবি

Subho Noboborsho Wishes in Bengali Font 2024 | শুভ নববর্ষ ছবি

বাংলা শুভ নববর্ষ ১৪২৮, Poila Baisakh বা Pohela Baisakh (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন, তথা Bangla Noboborsho দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে শুভ নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় এবং একে অপরকে Subho Noboborsho Wishes in Bengali Font অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা জানায়। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন উৎসব। বিশ্বের সকল প্রান্তের সকল বাঙালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেয় আর ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয়। 

Subho Noboborsho wishes 2021

Shuvo Noboborsho in Bengali | শুভ নববর্ষ ১৪২৮

এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।

 মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
 অগ্নিস্নানে শুচি হোক ধরা
 রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
 আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
 মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক। 


নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষ !


Notun Bochhor Suru Aaj, Misti Mon Misti Hasi, Suveccha Janai Rashi Rashi! Subho Noboborsho 

ঝরে গেল আজ বসন্তের পাতা নিয়ে যাক সঙ্গে সব মলিনতা। বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”। 

Jhore Gelo Aaj Bosonter Pata Niye Jak Songe Sob Molinota, Boishakher Sokale Laguk Prane Anonder Ai Sporsho, Mon Theke Aaj Janai Tomai Subho Noboborsho

নতুন পোশাক নতুন সাঁজ নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি।

Notun Poshak Notun Saj Notun Bochhor Suru Aaj, Misti Mon, Misti Hasi, Suvechha Janai Rashi Rashi.

নতুন আশা নতুন প্রান , নতুন সুরে নতুন গান । নতুন জীবনের নতুন আলো , নতুন বছর কাটুক ভালো । শুভ নববর্ষ ১৪২৮

Notu Asha Notun Pran, Notun Sure Notun Gaan, Notun Jiboner Notun Alo, Notun Bochhor Katuk Valo. 

নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা । হানা-হানি ভেদাভেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি 

Notun Bocchor Asuk Niye Notun Notun Asha, Prithibite Chhoriye Dik Shudhui Valobasha, Hana-Hani Vedaved Sob Kichhu Vuli, Eso Sobai Mile Mishe Sot Pothe Choli.

নতুন আশা নতুন প্রান
নতুন হাসি নতুন গান
নতুন সকাল নতুন আলো 
নতুন দিন কাটুক ভালো 
দুঃখকে ভুলে যাই 
নতুন কে স্বাগত জানাই   
শুভ পহেলা বৈশাখ

Notun Asha Notun Pran
Notun Hasi Notun Gaan
Notun Sokal Notun Alo
Notun Din Katuk Valo
Dukhkho Ke Vule Jai
Notun Ke Swagoto Janai
Subho Pohela Boishakh


মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নীল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম। 

Muchhe Jak Sokol Kolushota Shantir Barta Nil Khame Pathalam Sudiner Subatas Tomai Dilam


আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নবরুপে পহেলা বৈশাখ… আজ শুধুই ভালবাসার উজানে, বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে, রমনীরা আজ সেজেছে নতুন সাজে, পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে। নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে, প্রিয়ার ভালবাসা জমা থাক। আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন সাজে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ !!

Abar Eseche Fire, Bangalir Ghore, Nobo Rupe Pohela Boisakh.. Aaj Sudhui Valobashar Ujane, Bangalir Borsho Boron Nana Ayojone, Romonira Aaj Sejechhe Notun Saje, Payer Nupur Ghungur Baje, Nachbe Dule Dule Dekhbo Pran Khule, Priyar Valobasha Joma Thak, Abar Eseche Fire Bangalir Ghore, Notun Saje Pohela Boishakh... Shubho Noboborsho

একটু আলো, একটু আধার, বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার। কিছু দুঃখ, কিছু সুখ, সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ। বাংলা নবর্ষের পদার্পনে, এসো শানিত হই নবপ্রাণে… 

Ektu Alo, Ektu Adhar, Batas Gulo Nodir Buke Dicche Satar, Kichhu Dukkho, Kichhu Sukh, Sob Cheye Sundor Ai Banglar Mukh, Bangla Noboborsher Podarpone, Eso Shanito Hoi Nobo Prane...

বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাঁশফুল
তাই তোমায় শুভেচ্ছা জানাতে মন হল বেকুল!

Bosonter Agomone Kokiler Sur
Grismer Agomone Rodela Dupur
Borshar Agomone Sada Kashful
Tai Tomai Suvecha Janate Mon Holo Bekul. 

রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলছে, নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে। রং মেখে ললনা, হালে দুলে চলনা। এমন দিনে কেউ করোনা ছলনা।

Ranga Abir Mekhe Chokhe Chokhe Moner Kotha Se Bolche, Notun Saje Sobar Ghore Boishakh Eseche, Rong Mekhe Lolona, Hale Dule Cholona, Emon Dine Keu Korona Chholona.

পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো…

Panta Ilish Ar Vorta Vaji Bangalir Pran Notun Bochhor Sobai Gaibo Boishakher Gaan, Esho He Boishakh Esho Esho

উদিত রবির প্রথম আলো, দূর করবে সকল কালো। মিটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা। দিনটি হোক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। 

Udito Robir Prothom Alo, Dur Korbe Sokol Kalo, Mitbe Mon Anondo Dharai Sobai Hobe Badhon Hara, Dinti Hok Tomar Tore Mon Vote Uthuk Khusir Jhore.

ফুল ফুটেছে বনে বনে... ভাবছি তোমায় মনে মনে... বলছি তোমায় কানে কানে...  ''হ্যাপি নিউ ইয়ার

Phul Futechhe Bone Bone Vabchi Tomai Mone Mone, Bolchhi Tomai Kane Kane, Happy New Year

পাতা ঝরে আবার ধরে গাছ-গাছালির ঐশাখে
 মান অপমান হয় অবসান নতুন করে বৈশাখে।

 নতুন দিনে লইবো চিনে মনের আলো জ্যোতির্ময়
 মানবো না তো আনবো না তো জীর্ণ মলিন অবক্ষয়।

 আসলে উড়ে বসলে জুড়ে পাতালপুরীর অন্ধকার
 মুন্ডু মুড়ে ফেলবো ছুঁড়ে নষ্ট দিনের কষ্ট ভার।

 দেখবো চষে হিসাব কষে বছর শেষে হালখাতায়
 লিখবো ছড়া জীবন গড়া বাতাস করা তালপাতায়। 



পান্তা আমি খাই না
 এই গরমে ইলিশ মাছ চাই না।
 সকাল বেলা গমের দুটো রুটি
 আর একটু পোড়া বেগুন ভর্তা
 পেলেই আমার চলে মোটামুটি
 এতেই পাই আনন্দেরই বার্তা। 

উচ্ছ্বাসের এই দিনে নবীন
 ছড়াও প্রেমের বার্তা
 তোমরা জাতির ধরবে হাল
 আর হবে দেশের কর্তা।

 শোষণ যুলুম রুখে দাঁড়াও
 তাড়াও দুখের দিন
 সব বেদনা ভুলে বাজাও
 হেথায় সুখের বীণ।

 এদেশ আমার জন্মভূমি
 এদেশ আমার প্রাণ
 কাঁদলে কেউ দুখে
 পড়ে হৃদয় সুতোয় টান।

 পুরোনো সব দুঃখ ভুলে
 ফিরে এলো নববর্ষ
 সব ভেদাভেদ ভুলে বাজাও
 ন্যায় শাসনের হর্ষ। 

নববর্ষের নতুন প্রভাতে,
 পাখিরা গাহিছে গান।
 আপনবেগে বহিছে নদী,
 শোন নদীর কলতান।

 প্রভাতে সোনার বরণ রবি,
 উঠিয়াছে পূর্ব গগনে,
 মাধবী,মালতী,টগর,করবী,
 ফুটিয়াছে বনে বনে।

 ফুলে ফুলে উড়ে প্রজাপতি,
 সমীরণ সৌরভ ছড়ায়।
 মাতিয়া উঠে সবাকার প্রাণ,
 খুশিতে হৃদয় ভরে যায়।

 নববর্ষের এই নবীন প্রভাতে,
 প্রাণে জাগুক নব নব আশা।
 শুভ নববর্ষে আজিকে সবাই,
 নিও মোর প্রীতি ও ভালবাসা। 

পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখোনা, পুরোনের হয়েছে মরণ নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচ্ছা। 
-----শুভ নববর্ষ---- 

দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে। !! শুভ নববর্ষ !! 

পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ.. নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো.. --- শুভ নভবর্ষ --- 


নতুন আশা নতুন প্রান______♥ নতুন হাসি নতুন গান_______♥ নতুন সকাল নতুন আলো___♥ নতুন দিন হোক ভালো______♥ দুঃখকে ভুলে যাই___________♥ নতুনকে স্বাগত জানাই______♥ ________শুভ নববর্ষ_________ 


নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচছা। 

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! #শুভ_____নববর্ষ____ 

নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বষড় সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ 

বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে .................... শুভ নববর্ষ.... 

একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৬ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে

পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… ^~^~শুভ নভবর্ষ~^~^

★★★সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন★★★

Download Wallpaper

মন্তব্য/Comments (0)

Post a Comment